নিজের প্রিয় বালিশ বুকে জড়িয়েই চট্টগ্রামে রিজওয়ান
			
			
						
				
				Published : Wednesday, 24 November, 2021 at 12:00 AM
				
				
			 
			
			ইতোমধ্যে
 বালিশ নিয়ে বেশ আলোচিত হয়েছেন পাকিস্তানের ব্যাটসম্যান রিজওয়ান। দুই টেস্ট
 সিরিজের প্রথম টেস্ট খেলতে আজ চট্টগ্রামে পৌঁছেছে পাকিস্তান টিম। যথারীতি
 রিজওয়ানের সঙ্গে তার সেই সাদা রঙের বালিশটিরও দেখা মিললো। 
মঙ্গলবার 
(২৩ নভেম্বর) বিকেল ৫টায় চট্টগ্রাম রেডিসন ব্লু বে ভিউতে পাকিস্তান টিমকে 
বহনকারী বাসটি এসে থামে। একে একে নেমে আসতে থাকেন পাকিস্তান টিমের 
ক্রিকেটার ও কর্মকর্তারা। সেসময় বালিশ বুকে জড়িয়ে নেমে আসেন রিজওয়ানও। 
রেডিসনের
 মূলফটকে বাস থেকে নেমে প্রায় ২০০ গজ হেঁটে রেডিসনের লবিতে প্রবেশ করেন 
ক্রিকেটাররা। পুরোটা সময় রিজওয়ানের বুকে জড়ানো ছিলো তার প্রিয় সাদা 
বালিশটি। 
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সূত্রে জানা যায়, রিজওয়ান 
বালিশটি নিজ বাড়ি থেকেই নিয়ে এসেছিলেন। এটি নিয়ে বিশ্বকাপ খেলতে দুবাই যান।
 দুবাই থেকে বাংলাদেশে আসেন সেই বালিশ বুকে জড়িয়েই। 
পিসিবি জানিয়েছে, এ বালিশে ভালো ঘুম হয় তার। সেজন্য এটি তার খুব প্রিয়। তাই তিনি সব জায়গায় বালিশটি সঙ্গে নিয়ে যান।