সেক্সটেপ কাণ্ডে জড়িয়ে এবার এক বছরের জন্য কারদণ্ডের শাস্তি পেলেন রিয়াল মাদ্রিদের ফরাসী ফুটবলার করিম বেনজেমা। একইসঙ্গে ৭৫ হাজার ইউরো জরিমানাও করা হয়েছে তাকে।
পাঁচ বছর আগে ফ্রান্স দলের সতীর্থ ম্যাথ্যু বালবুয়েনা অভিযোগ আনেন, সেক্সটেপ দিয়ে বেনজেমা তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছিলেন। সেই অভিযোগেরই শুনানি শেষে বেনজেমাদে দোষী সাব্যস্ত করে রায় দিলো আদালত।
আর্মেনিয়ার বিরদ্ধে এক প্রীতি ম্যাচের আগেই বেনজেমার বিরুদ্ধে তাকে ব্ল্যাকমেইল করার অভিযোগ আনেন বালবুয়েনা। বেনজেমা এই অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করে, নিজের সতীর্থকে সাহায্য করার জন্য তাকে সতর্ক করেছিলেন বলে জানান।
গত মাসের ২০ তারিখ এই মামলার শুনানি শুরু হয়। রিয়ালের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত থাকা বেনজেমা শুনানির সময় কোর্টে উপস্থিত না থাকলেও বালবুয়েনা উপস্থিত ছিলেন। অবশেষে আদালত বেনজেমাকেই দোষী সাব্যস্ত করলো।
ওই ঘটনার পরই ফরাসি দল থেকে বাদ পড়েন বেনজেমা এবং এবারের ইউরোর আগ পর্যন্ত সুযোগ পাননি রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার। তবে পুনরায় দিদিয়ের দেশম ইউরোতে তাকে ফরাসি দলে ডাক দেন।