অভিষেকেই সেঞ্চুরি তুলে নিলেন স্রেয়াশ আয়ার
Published : Saturday, 27 November, 2021 at 12:00 AM
প্রথম দিনই সেঞ্চুরির ইঙ্গিত দিয়েছিলেন তিনি। ৭৫ রান নিয়ে ব্যাট করছিলেন স্রেয়াশ আয়ার। তার সঙ্গে ৫০ রান নিয়ে অপরাজিত ছিলেন রবিন্দ্র জাদেজা।
দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে জাদেজা টিকে থাকতে পারেননি। সেই ৫০ রানেই আউট হয়ে যান। তবে স্রেয়াশ আয়ারকে থামানো যায়নি। তিনি ঠিকই আউট হয়েছেন তিন অংকের ঘরে প্রবেশ করে। অভিষেকেই দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিলেন দিল্লি ক্যাপিটালসের এই সাবেক অধিনায়ক।
১৭১ বল মোকাবেলা করে তিনি আউট হয়েছেন ১০৫ রান করে। নাম লিখে ফেললেন মোহাম্মদ আজহারুদ্দিন এবং সৌরভ গাঙ্গুলির সঙ্গে। এই দু’জনও অভিষেকে ভারতের হয়ে সেঞ্চুরি করেছিলেন।
স্রেয়াশ যখন আউট হন তখন ভারতের রান ৩০৫। তিনি আউট হন সপ্তম ব্যাটার হিসেবে। তার আগে আউট হয়ে যান রবিন্দ্র জাদেজা এবং ঋদ্ধিমান সাহাও। ঋদ্ধি করেছিলেন কেবল ১ রান।
এ রিপোর্ট লেখার সময় ভারতের রান ১০৫.২ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৩২৮। ৩১ রান নিয়ে ব্যাট করছেন রবিচন্দ্রন অশ্বিন এবং উমেষ যাদব আছেন কোনো রান না করেই। প্রথম দিন হাফ সেঞ্চুরি করেছিলেন শুভমান গিলও। তিনি আউট হন ৫২ রান করে।