ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লিটন-মুশফিক বীরত্বে দুর্দান্ত বাংলাদেশ
Published : Saturday, 27 November, 2021 at 12:00 AM
লিটন-মুশফিক বীরত্বে দুর্দান্ত বাংলাদেশসাগরিকার সকালটা অস্বস্তিতে ফেলেদিয়েছিল বাংলাদেশকে। ইনিংসের শুরুতে পাকিস্তানি বোলারদের তোপে ধুঁকতে থাকে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। প্রথম সেশন শেষ না হতেই চারজনকে হারালেও স্বাগতিকদের পথ দেখান সমালোচিত দুই ক্রিকেটার মুশফিকুর রহিম ও লিটন কুমার দাস। তাদের দুইশো পেরোনো জুটিতে তিন সেশনেই প্রতিরোধ গড়েছে বাংলাদেশ। শুরুর ধাক্কা কাটিয়ে দারুণ একটি দিনের সমাপ্তি দেখল টাইগার ভক্তরা।
আজ শুক্রবার পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দিনের প্রথম সেশন বাংলাদেশের পক্ষে না গেলেও পরের দুই সেশন একক আধিপত্য ধরে রাখে স্বাগতিকরা। দিন শেষে ৮৫ ওভার ব্যাট করে চার উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ২৫৩ রান তোলে লিটন-মুশফিকরা। ব্যাট হাতে ১১৩ রানে অপরাজিত লিটনের সঙ্গী মুশফিকের সংগ্রহ ৮২।
শুরুতে ব্যাট করতে এসে দৃষ্টিনন্দন তিনটি বাউন্ডারি হাঁকিয়ে দ্রুত বিদায় নেন ওপেনার সাইফ হাসান। দলীয় ১৯ রানের মাথায় ব্যক্তিগত ১২ রানে আবিদ আলীর ক্যাচে শাহীন শাহ আফ্রিদির শিকার হন তিনি। সাদা বলের ক্রিকেটে টাইগারদের ভরসার ওপেনার সাদমান ইসলামও ফেরেন থিতু হওয়ার আগে। এই ব্যাটারকেও ব্যক্তিগত ১৪ রানে লেগ বিফোরের ফাঁদে ফেলেন হাসান আলী।
তিনে আসা নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক মুমিনুল হকের দিকে তাকিয়ে ছিল বাংলাদেশ। এই দুই ব্যাটারও হতাশ করল। দলীয় ৪৭ রানে ফেরেন মুমিনুল। দুই রানের ব্যবধানে ফেরেন শান্ত (১৪)। প্রথম তিন ব্যাটসম্যানই ব্যক্তিগত ১৪ কোটায় থেকে সাজঘরের পথ ধরেন।
চার ব্যাটসম্যানকে দ্রুত হারিয়ে বড় ধাক্কা খায় বাংলাদেশ। সেখান থেকে ক্রিজে এসে প্রতিরোধ গড়েন লিটন কুমার দাস ও মুশফিকুর রহিম। এই দুই ব্যাটারের প্রথম ইনিংস কাটিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ। এরই মধ্যে ক্যারিয়ারের দশম অর্ধশতক তুলে নিয়েছেন টাইগার ব্যাটার লিটন দাস। ৯৫ বলে ছয়টি চার ও একটি ছয়ে ফিফটি করেন তিনি। খানিক পরই দারুণ এক বাউন্ডারিতে অর্ধশতক তুলে নেন মুশফিক।
দ্বিতীয় সেশনে কোনো উইকেট না হারিয়ে ৩১ ওভারে ১০২ রান তোলে লিটন-মুশফিকের জুটি। ক্রিজে এসে শুরুতেই প্রতিরোধ গড়া এই দুই ব্যাটারের ব্যাটে শেষ সেশনও দারুণভাবে শুরু করে শেষের দিকে এগিয়ে যায় স্বাগতিকরা। অবশ্য ৬৭ রানে সাজিদ খানের কাছ থেকে সহজ জীবন পাওয়া লিটনও পেয়ে যান ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা। ১৯৯ বলে দশ চার ও এক ছয়ে শতক হাঁকান ডান হাতি এই ব্যাটার।
সেঞ্চুরি পাওয়া লিটনের সঙ্গে দারুণ ব্যাট চালিয়ে যান মুশফিক। কয়েকদিন আগেও এই দুইজনকে নিয়ে যে বাংলাদেশ ক্রিকেটে তিব্র সমালোচনার বাতাস বইতে ছিল তা যেন বুঝতেই দিলেন না তারা। ব্যাটের তুলিতে সাগরিকাতে শুধু এঁকে গিয়েছেন তারা।