চান্দিনায় মহাসড়ক অবরোধের ঘটনায় এমপির ক্ষোভ‘বেতন দিতে না পারলে গার্মেন্টস বন্ধ করে দিন’
Published : Saturday, 27 November, 2021 at 12:00 AM
রণবীর ঘোষ কিংকর।
দেশের
লাইফ লাইন খ্যাত ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায়
টানা প্রায় পাঁচ ঘন্টা মহাসড়ক অবরোধের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন
স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত।
শুক্রবার (২৬
নভেম্বর) সকালে চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে ক্ষুদ্র ও প্রান্তিক
কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ও উফশী ধানের বীজ এবং সার বিতরণী
অনুষ্ঠানে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘গার্মেন্টস ইন্ডাস্ট্রি করে
শ্রমিকের বেতন না দিয়ে রাস্তা বন্ধ করে জনগণের দুর্ভোগ বাড়াবেন, এটা উচিত
না। শ্রকিদের বেতন দিতে না পারলে গার্মেন্টস বন্ধ করে দিন’
বঙ্গবন্ধু
শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য স্বাধীনতা পদকপ্রাপ্ত
ডা. প্রাণ গোপাল দত্ত চান্দিনায় অবস্থিত ‘ডেনিম প্রসেসিং প্লান্ট লিমিটেড’
এর মালিককে উদ্দেশ্যে করে বলেন, আপনি গার্মেন্টস চালান, মালামাল রপ্তানি
করেন, লাভ করেন। লাভের টাকা থেকে শ্রমিকদের বোনাস দেন আর না দেন ওদের
বেতনটা মাসের এক তারিখেই ঠিকমতো পরিশোধ করে দেন’।
এসময় তিনি শ্রমিকদের
বকেয়া বেতন পরিশোধ না করলে গার্মেন্টস মালিকের প্রতি ব্যবস্থা নেওয়ার
নির্দেশনা দেন উপজেলা প্রশাসনকে। চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার আশরাফুন
নাহার এর উদ্দেশ্যে বলেন, ‘ঠিকমতো বেতন পরিশোধ না করলে আপনার ক্ষমতাবলে
ব্যবস্থা নিন। আমি আপনার পাশে থাকবো। চান্দিনাতে যাতে এমন ঘটনার
পুনরাবৃত্তি না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে।
এর আগে, বকেয়া বেতনের
দাবিতে গত বুধবার (২৪ নভেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা
হাড়িখোলা অংশ অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেয় স্থানীয় ডেনিম প্রসেসিং
প্লান্ট লিমিটেড নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা। এতে মহাসড়কের প্রায়
৩০ কি.মি এলাকায় যানজট সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। দীর্ঘ
প্রায় পাঁচ ঘন্টা পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
চান্দিনা উপজেলা
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ধানের বীজ ও সার বিতরণী ওই অনুষ্ঠানে
চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুন নাহার এর সভাপতিত্বে
বিশেষ অতিথির বক্তৃতা করেন চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান
বীরমুক্তিযোদ্ধা তপন বকসী।