ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দাউদকান্দির ১২ ইউপিতে ভোট বিশৃঙ্খলা এড়াতে সতর্ক অবস্থানে পুলিশ
Published : Saturday, 27 November, 2021 at 12:00 AM
আলমগীর হোসেন,দাউদকান্দি।।
শনিবারের রাত পোহালেই আসন্ন তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে দাউদকান্দি উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে ঘিরে বিশৃঙ্খলা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। বাড়ানো হয়েছে নজরদারি। এই নির্বাচনে দাউদকান্দি উপজেলা থেকে চেয়ারম্যান পদে ৫৯, সংরক্ষিত আসনে ১১২ এবং সাধারণ সদস্য পদে ৪১৯ জনসহ তিনটি পদে সর্বমোট ৫৯০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো: জুয়েল রানা বলেন, এই নির্বাচনে যাতে কোনো অনাকাঙ্খিত ঘটনা না ঘটতে পারে সে জন্য পুলিশ ছড়িয়ে পড়েছে বিভিন্ন স্পটে। নজরদারিও বাড়ানো হয়েছে কোনো কোনো স্পটে। গোয়েন্দা তৎপরতাও বৃদ্ধি করা হয়েছে। কোথাও জটলা পাকানো, বিশৃংখলভাবে চলাফেরা করা, সন্দেহভাজন লোকজনকে আটকও করা হবে বলে জানিয়েছেন তিনি। বিশৃঙ্খলাকারীদের কোন ছাড় দেয়া হবে না বলেও কঠোর হুশিয়ারী দেয়া হয়।
তৃতীয় ধাপে দাউদকান্দি উপজেলার ১৫ টি ইউনিয়ের মধ্যে ১২টি ইউনিয়ন দাউদকান্দি উত্তর, সুন্দলপুর, গৌরীপুর, জিংলাতলী, ইলিয়টগঞ্জ উত্তর, মালীগাওঁ, মোহাম্মদপুর পশ্চিম, মারুকা, বিটেশ্বর, পাচঁগাছিয়া, গোয়ালমারী ও পদুয়া ইউনিয়নে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। বাকি ৩টি ইউনিয়ন বারপাড়া, দৌলতপুর ও ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নে পূর্ণ মেয়াদ শেষ হলে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।
১শত ১১টি ভোট কেন্দ্রের ৪ শত ৯৫ টি স্থায়ী এবং ১৭টি অস্থায়ী ভোট কক্ষে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এবার দাউদকান্দির ১২ টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৯৪ হাজার ২শত ৬৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৮ হাজার ৫ শত ৩৯ জন ও মহিলা ভোটার ৯৫ হাজার ৭ শত ২৬ জন এবং তৃতীয় লিঙ্গ ভোটার রয়েছেন ২ জন।
নির্বাচনে গৌরীপুর, সুন্দলপুর ও বিটেশ্বর ইউনিয়নে রির্টানিং অফিসার উপজেলা নির্বাচন অফিসার আশরাফুন নাহার, মারুকা ও জিংলাতলী ইউনিয়নে উপজেলা কৃষি অফিসার মো: সারোয়ার জামান, দাউদকান্দি উত্তর ও গোয়ালমারী ইউনিয়নে উপজেলা সমাজ সেবা অফিসার মো: আল-আমিন, পদুয়া ও পাঁচগাছিয়া ইউনিয়নে উপজেলা পল্লী উন্নয়ন অফিসার সারোয়ার আলম, ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা একেএম আমিনুল ইসলাম এবং মালীগাওঁ ও মোহাম্মদপুর ইউনিয়নে উপজেলা পরিসংখ্যান অফিসার এ.বি.এম. নূরুল্লাহ রির্টানিং অফিসারের দায়িত্ব পালন করছেন।