দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ শনাক্তের পর সারাবিশ্বে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এতে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম একদিনে শতকরা ১০ ভাগের বেশি কমে গেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর প্রকাশ করেছে।
দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানানো হয়, করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ শনাক্তের পর বিশ্বজুড়ে জ্বালানি তেলের দরপতন হয়েছে। একদিনের ব্যবধানে তেলের দাম শতকরা ১০ ভাগের বেশি কমেছে অর্থ্যাৎ তেলের ব্যারেলপ্রতি দরপতন প্রায় ১০ ডলার।
প্রতিবেদনে জানানো হয়, করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ নিয়ে আতঙ্ক ছড়ানোর পর বিশ্বজুড়ে ভ্রমণ নিষেধাজ্ঞা বা বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। এজন্য তেলের বাজারে এর প্রভাব পড়েছে। গতবছর এপ্রিলে করোনার একটি নতুন ভ্যারিয়েন্ট আতঙ্ক সৃষ্টি করে। তারপর থেকে তেলের এটাই একদিনে সর্বোচ্চ দরপতন। নতুন ভ্যারিয়েন্টকে ‘সবচেয়ে উদ্বেগের’ উল্লেখ করা হয়েছে।
ভাইরাসটি ‘সবচেয়ে উদ্বেগের’ প্রচারের পর তাৎক্ষণিকভাবে ভ্রমণ বিষয়ে বিধিনিষেধ আরোপ করেছে ইউরোপ ও এশিয়ার বেশ কয়েকটি দেশ। এর ফলে শুক্রবার বিকেলে প্রতি ব্যারেল অশোধিত ব্রেন্ট তেলের দাম ৮.৭৭ ডলার কমে গিয়ে দাঁড়ায় ৭৩.৪৫ ডলার। এ দরপতন শতকরা কমপক্ষে ১০.৭ ভাগ। যুক্তরাষ্ট্রে প্রতি ব্যারেল তেলের দাম কমে যায় ৯.১২ ডলারের বেশি। অর্থাৎ সেখানে প্রতি ব্যারেল তেলের দাম শতকরা ১১.৬ ভাগ কমে বিক্রি হয় ৬৯.২৭ ডলারে।