ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
এবার লিপজিগের ছয় খেলোয়াড় করোনা আক্রান্ত
Published : Saturday, 27 November, 2021 at 7:52 PM
এবার লিপজিগের ছয় খেলোয়াড় করোনা আক্রান্তবায়ার্ন মিউনিখের পর এবার বুন্দেসলিগায় আরবি লিপজিগ শিবিরে করোনা হানা দিয়েছে। দলের ছয় খেলোয়াড় ও কোচিং স্টাফের করোনা পজিটিভ হবার বিষয়টি ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে। 
আক্রান্তের মধ্যে অন্যতম হলে স্ট্রাইকার ইউসুফ পোলসেন। এর আগে করোনায় আক্রান্ত হয়ে বায়ার্ন মিউনিখের ছয় খেলোয়াড় কোয়ারেন্টাইনে চলে গিয়েছিলেন।

করোনার কারণে রোববার বায়ার লেভারকুসেনের বিপক্ষে লিগের হোম ম্যাচটিতে লিপজিগ কিছুটা হলেও পিছিয়ে থাকবে। এই ম্যাচে জিততে পারলে চতুর্থ স্থানে থাকা লেভারকুসেনের সঙ্গে সমান ২১ পয়েন্ট নিয়ে শীর্ষ ছয়ে উঠে আসার সুযোগ থাকবে লিপজিগের সামনে।

গত সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে কোয়ারেন্টাইনে ছিলেন কোচ জেসি মার্শ ও গোলরক্ষক পিটার গুলাসি। শুক্রবার ক্লাব নিশ্চিত করেছে পোলসেন, উইলি ওরবান, হুগো নোভোযা, মোহাম্মদ সিমাকানসহ দুজন স্টাফ করোনা পজিটিভ হয়েছে।

মার্শ ও গুলাসির মত নতুন করে আক্রান্ত ছয়জনকে বাড়িতে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। সম্প্রতি লিপজিগে করোনা কেস বেড়ে যাওয়ায় ইতোমধ্যেই ম্যাচটি দর্শকশুন্য স্টেডিয়ামে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বুন্দেসলিগা কর্তৃপক্ষ।