যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন-এ আক্রান্ত দুই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। শনিবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ এই ঘোষণা দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।
ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী জানান, যুক্তরাজ্যের স্বাস্থ্য নিরাপত্তা সংস্থা এসেক্সের চেল্মসফোর্ড ও নটিংহ্যামে নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত দুজনকে শনাক্ত করেছে।
তিনি আরও জানান, আক্রান্ত দুই ব্যক্তি তাদের বাড়িতে আইসোলেশনে থাকা অপর ব্যক্তির সংস্পর্শ এসেছিলেন। আরও পরীক্ষা করা হচ্ছে এবং সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।
ইতোমধ্যে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত শনাক্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা, বেলজিয়াম, হংকং ও ইসরায়েলে।
দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া নতুন ভ্যারিয়েন্টটি সম্পর্কে বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে প্রথম জানানো হয়। শুক্রবার সংস্থাটি এটিকে ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ শ্রেণিভুক্ত করেছে।
ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, আক্রান্ত দুজনের আফ্রিকার দক্ষিণাঞ্চলে ভ্রমণের সংশ্লিষ্টতা রয়েছে।