ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
যেটা আগের দিন হয় সেটা পরের দিন হয় না: লিটন দাস
Published : Sunday, 28 November, 2021 at 12:19 PM
যেটা আগের দিন হয় সেটা পরের দিন হয় না: লিটন দাসলিটন-মুশফিকের রেকর্ড জুটিতে বড় সংগ্রহের স্বপ্ন বুনছিল বাংলাদেশ। লিটন পেলেন কাঙ্ক্ষিত সেঞ্চুরি। সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন মুশফিক। ব্যাচে-বলে ভালোই মিলছিল।

তবে প্রথম দিনে ৪ উইকেটের বেশি না ফেলতে পারলেও দ্বিতীয় দিনে বাংলাদেশকে সাড়ে তিনশ'র মধ্যে বেধে ফেলবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছিল পাকিস্তানি বোলাররা।

সেটাই করে দেখালো তারা। বাংলাদেশকে ৩৩০ রানে থামিয়ে দিল পাক বোলাররা। নার্ভাস নাইন্টিজে আউট হলে মুশফিক। আর আগের দিনের সেঞ্চুরিয়ান লিটন যোগ করলেন মাত্র ১ রান।

বাংলাদেশকে ৩৩০ রানে থামিয়ে বিনা উইকেটে ১৪৫ রানে প্রথম দিন শেষ করে পাকিস্তান।

দিন শেষে গতকাল সেঞ্চুরিয়ান লিটন দাস জানালেন, যেটা আগের দিন হয় সেটা পরেরদিন হয় না।  এটাই ক্রিকেট।

দুই দলই এখনো ম্যাচে আছে বলে মনে করছেন তিনি।

লিটন দাস বলেন, ‘প্রথমদিন দ্রুত চার উইকেট হারানোর পর অনেকেই মনে করেছিলেন আমরা অল্পতে অলআউট হয়ে যাব। কিন্তু আমি ও মুশফিক ভাই ভালো জুটি গড়েছি। আগেরদিন যেখানে শেষ করেছিলাম আশা ছিল আরও ভালো কিছুর। কিন্তু এটাই ক্রিকেট। যেটা আগের দিন হয় সেটা পরেরদিন হয় না। পাকিস্তান ভালো অবস্থায় আছে, কারণ কোনো উইকেট হারায়নি। আমরা যদি আগামীকাল (আজ) দ্রুত দুই-তিনটা উইকেট নিয়ে নিতে পারি, তাহলে সমতায় চলে যাব। এখন পর্যন্ত দুদলই ম্যাচে আছে।’