ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বান্ধবীকে খুনের পর পেট চিরে নবজাতক চুরি
Published : Sunday, 28 November, 2021 at 1:25 PM
বান্ধবীকে খুনের পর পেট চিরে নবজাতক চুরিবন্ধুত্বের সম্পর্ক গড়ে অন্তঃসত্ত্বা এক নারীকে হত্যার পর পেট চিরে নবজাতককে চুরির অভিযোগ উঠেছে তার বান্ধবীর বিরুদ্ধে। খুনের নিহত ওই নারী ৩৬ সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন।
ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় সান্তা ক্যাটারিনা প্রদেশের ক্যানেলিনহা শহরে নৃশংস ঘটনাটি ঘটেছে।- খবর নিউইয়র্ক পোস্টের।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে জানা গেছে, ২৪ বছর বয়সী ফ্ল্যাভিয়া গোডিনহো মাফরার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলেন ২৭ বছর বয়সী ঘাতক রোজালবা। ২০২০ সালের ২৭ আগস্টে মাফরাকে ক্যানেলিনহা শহরের এক প্রান্তে একটি পুরাকীর্তির স্থানে বেড়াতে যেতে প্রলুব্ধ করেন রোজালবা। সেখানে যাওয়ার পর একটি নির্জন স্থানে মাফরার মাথায় ইট দিয়ে একের পর এক আঘাতে জখম করেন রোজালবা। এতে মাফরা নিস্তেজ হয়ে পড়লে একটি ধারালো ছুরি দিয়ে তার পেট চিরে ফেলেন রোজালবা। পরে পেটের ভেতর থেকে ৩৬ সপ্তাহের নবজাতকটিকে বের করে এনে পালিয়ে যান রোজালবা। পালানোর সময় বান্ধবী মাফরার মরদেহটি একটি চুল্লির ভেতর লুকিয়ে রাখেন ঘাতক বান্ধবী। 
হত্যাকাণ্ড ও নবজাতকটি চুরির ঘটনায় রোজালবা মারিয়া গ্রিমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই নারীকে ৫৭ বছরের কারাদণ্ড দিয়েছেন ব্রাজিলের একটি আদালত। এ ঘটনার সঙ্গে কোনো যোগসূত্র না থাকায় সন্দেহভাজন হিসেবে গ্রেফতার হওয়া রোজালবার প্রেমিককে বেকসুর খালাস দেওয়া হয়েছে।