বিআরটিসির ১০০ বাস ২৬ ডিসেম্বর থেকে ঘাটারচর-কাঁচপুর রুটে চলবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
ঘাটারচর-কাঁচপুর রুটে পাইলট প্রকল্পের অংশ হিসেবে আগামী ১ ডিসেম্বর থেকে মোট নতুন সবুজ রঙের বাসগুলো একক কর্তৃপক্ষের অধীনে ঘাটারচর-কাঁচপুর রুটে চলাচলের কথা ছিল। এখন তা পিছিয়ে গেল।
‘ঢাকা নগর পরিবহন’ নামে এই রুটে বাস চলাচলের জন্য এরই মধ্যে খসড়া নির্দেশিকা তৈরি করেছে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। বাস মালিকদের যৌথ চুক্তির খসড়াও প্রস্তুত করা হয়েছে।
ডিএসসিসি সূত্র জানায়, বাস মালিকদের সমন্বয়ে গঠিত একটি ব্যবস্থাপনা কমিটির অধীনে সব বাস চলবে। পুরো কার্যক্রম এই কমিটির দায়িত্বেই থাকবে এবং কমিটি রিপোর্ট করবে ডিটিসিএ এর কাছে।