আঙুলের ইনজুরির কারণে বেশ কিছুদিন হলো জাতীয় দলের বাইরে আছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তার অনুপস্থিতিতে পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে অনবদ্য ব্যাটিং করার মধ্য দিয়ে অনন্য উচ্চতায় উঠে গেলেন মুশফিক।
টেস্টের সাদা পোশাকে ৬৪ ম্যাচ খেলা তামিম ১২৩ ইনিংসে করেছেন ৪ হাজার ৭৮৮ রান। বন্ধু তামিমকে ছাড়িয়ে যেতে মুশফিক ৭৬ ম্যাচে ১৪০ ইনিংস খেলেন।
তামিমের চেয়ে ৯২ রানে পিছিয়ে থেকে পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট শুরু করেন মুশফিক। প্রথম ইনিংসে সেঞ্চুরির কাছে গিয়েও হোঁচট খান মুশফিক। মাত্র ৯ রানের জন্য পাননি সেঞ্চুরি।
রোববার দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১২ রানে অপরাজিত আছেন মুশফিক, এদিন আর মাত্র ২ রান করেই ছাড়িয়ে যান তামিম ইকবালকে।
টেস্টে এখন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ হাজার ৭৯৯ রানের মালিক মুশফিক। ৪ হাজার ৭৮৮ রান নিয়ে দ্বিতীয় পজিশনে তামিম। ৩ হাজার ৯৩৩ রান নিয়ে তৃতীয় পজিশনে আছেন সাকিব আল হাসান।