ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নেদারল্যান্ডসে ১৩ জনের ওমিক্রন শনাক্ত
Published : Sunday, 28 November, 2021 at 7:36 PM
নেদারল্যান্ডসে ১৩ জনের ওমিক্রন শনাক্তইউরোপের দেশ নেদারল্যান্ডসে ১৩ জনের শরীরে করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। রবিবার ডাচ স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার দক্ষিণ আফ্রিকা থেকে আমস্টারডামে আসা ফ্লাইটে থাকা যাত্রীদের পরীক্ষা করলে ওই ব্যক্তিদের ওমিক্রন শনাক্ত হয়। ইউরোপের আরেক দেশ অস্ট্রিয়াতেও কোভিড শনাক্ত হওয়া একজনের শরীরে এই ভ্যারিয়েন্ট থাকার আশঙ্কা করছে কর্তৃপক্ষ।

দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হওয়া ওমিক্রন এরইমধ্যে যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, বেলজিয়াম, বতসোয়ানা, ইসরায়েল, চীন ও অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।

এই ভ্যারিয়েন্টটি দক্ষিণ আফ্রিকায় প্রথম শনাক্ত হয়েছে। যদিও এটি অস্পষ্ট যে, এটির উদ্ভব সেখানেই হয়েছে নাকি অন্য কোনও দেশ থেকে ছড়িয়েছে। তবে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন যে, ওমিক্রন দ্রুত মিউটেট করতে পারে। বিশেষ করে যেখানে টিকাদানের হার কম এবং সংক্রমণের ঊর্ধ্বগতি রয়েছে।