বুড়িচং খাড়াতাইয়া ফাজিল মাদ্রাসায় মিলাদ ও দোয়া
Published : Tuesday, 30 November, 2021 at 12:00 AM
সৌরভ মাহমুদ হারুন।। কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপীঠ খাড়াতাইয়া ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার উদ্যোগে আলিম পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া ও অভিভাবক সমাবেশ গতকাল ২৯ নভেম্বর মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। খাড়াতাইয়া ফাজিল মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাও. মো. মিজানুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মো. সোলায়মান। মাদ্রাসার রাষ্ট্রবিজ্ঞান প্রভাষক মো. শহীদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাও. মুফতি মো. আমিনুল ইসলাম, মুক্তিযোদ্ধা মো. ফরিদ উদ্দীন, বিশিষ্ট আলেমে দ্বীন আবু ছাদেক মো. ইকবাল হোসেন খন্দকার, খাড়াতাইয়া মহিলা মাদ্রাসার সভাপতি মো. আবদুর রশীদ, সুপার আবু কামাল কাউছার, আওয়ামীলীগ নেতা মো. আবুল হোসেন, ছাত্রলীগের সাবেক সহসভাপতি উপজেলা নেতা মো. জসিম উদ্দীন, ছাত্রদলের সাবেক উপজেলা নেতা মো. জামাল হোসেন। এসময় মাদ্রাসার আলিম পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীবৃন্দ এলাকার সুধীজন ও অভিভাবকবৃন্দরা উপস্থিত ছিলেন।