Published : Tuesday, 30 November, 2021 at 12:00 AM, Update: 30.11.2021 3:12:46 AM
আলমগীর হোসেন,দাউদকান্দি।।
ইউপি নির্বাচনে দাউদকান্দি উপজেলার পদুয়া ইউনিয়নে নৌকা প্রার্থী মো: নাসির আহমেদ সরকার ২৫৬ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন। ২৯০২ ভোট পেয়ে বর্তমান চেয়ারম্যান ও আনারস প্রতীকে আ'লীগ বিদ্রোহী প্রার্থী এস এম মনির হোসেন সরকার বিজয় লাভ করেন।
২৬৯৮ ভোট পেয়ে চশমা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মো:সোলায়মান মোল্লা দ্বিতীয়, ২৫০০ ভোটে ঘোড়া প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মোসা: মিনু বেগম তৃতীয় এবং স্বতন্ত্র প্রার্থী মো: মাহমুদুল হাসান মোটরসাইকেল প্রতীকে ২২ ভোট পেয়ে পঞ্চম হয়েছেন।
উল্লেখ্য পদুয়া ইউনিয়নে মোসা: মিনু বেগমকে প্রথমে নৌকা মনোনয়ন দেয়া হয়েছিলো। কিন্তু পূর্বে আ'লীগ বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচনে অংশ গ্রহণ করায় তার মনোনয়ন বাতিল করে আওয়ামীলীগ।
পরবর্তিতে মো: নাসির আহমেদ সরকারকে আ'লীগ থেকে নৌকা প্রতীকে মনোনয়ন দেয় দল। পদুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এর মধ্যে নৌকা প্রতীকের প্রার্থী মো: নাসির আহমেদ সরকার ২৫৬ ভোট পেয়ে চতুর্থ হয়।