ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
৮ উইকেটের বড় ব্যবধানে হারল বাংলাদেশ
Published : Tuesday, 30 November, 2021 at 12:14 PM
৮ উইকেটের বড় ব্যবধানে হারল বাংলাদেশম্যাচের ফলাফল কি হবে তা অনেকটা নিশ্চিত হয়ে গিয়েছিল চতুর্থ দিন শেষেই। পঞ্চম দিন সকালে সেটার শুধু আনুষ্ঠানিকতা সম্পন্ন হল। স্বাগতিক বাংলাদেশকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে এগিয়ে গেছে পাকিস্তান।
জয়ের জন্য শেষ দিন পাকিস্তানের প্রয়োজন ছিল মাত্র ৯৩ রান। যা পেড়িয়ে যেতে বাবর আজমের দলকে তেমন কষ্টই করতে হয়নি। মাত্র ২ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছায় পাকিস্তান। 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক। তবে দুই ইনিংস মিলিয়ে কোনোটিতেই ব্যাটাররা নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি।

টাইগারদের দুই ইনিংসেই ব্যাট হাতে যা লড়াই করেছেন লিটন দাস। প্রথম ইনিংসে তাকে সঙ্গ দিয়েছিলেন মুশফিকুর রহিম। খেলেছিলেন ৯১ রানের ইনিংস। সঙ্গে লিটনের ১১৪ রানে ভর করে ৩৩০ রান করেছিল বাংলাদেশ। হাসান আলি একাই শিকার করেছিলেন ৫ উইকেট।

জবাবে পাকিস্তানের শুরুটা হয়েছিল দারুণ। আবিদ আলীর সেঞ্চুরি (১৩৩) ও আবদুল্লাহ শফিকের হাফ সেঞ্চুরিতে (৫২) ভর করে বড় লিডের স্বপ্ন দেখছিল তারা। তবে তাইজুল ইসলামের বীরত্বে ২৮৬ রানে অল আউট হয়ে যায় বাবর আজমের দল। স্বাগতিকরা লিড পায় ৪৪ রানের।