ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আট সপ্তাহের জন্য ছিটকে গেলেন নেইমার
Published : Tuesday, 30 November, 2021 at 12:35 PM
আট সপ্তাহের জন্য ছিটকে গেলেন নেইমারএ বছর আর মাঠে নামা হচ্ছে না প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের। রোববার সেইন্ট এতিয়েনের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে শেষ মুহূর্তে বাম গোঁড়ালির গুরুতর ইনজুরিতে পড়ে মাঠের বাইরে চলে গেছেন নেইমার।
নেইমারের পুরোপুরি সুস্থ হয়ে উঠতে ছয় থেকে আট সপ্তাহ সময় লাগতে পারে বলে পিএসজি থেকে নিশ্চিত করা হয়েছে। ম্যাচটিতে পিএসজি ৩-১ গোলে জয়ী হয়েছে।

এক বিবৃতিতে পিএসজির পক্ষ থেকে বলা হয়েছে, ‘গত রাতে বিভিন্ন পরীক্ষার পর নেইমারের বাম গোঁড়ালির লিগামেন্টে ইনজুরি ধরা পড়েছে। আগামী ৭২ ঘন্টার মধ্যে এ ব্যপারে আরো বিস্তারিত জানা যাবে।’

এবারের মৌসুমে পিএসজির হয়ে নেইমার ১৫ ম্যাচের মধ্যে ১৩টিতে মূল একাদশে খেলেছেন। ফ্রান্সে আসার পর থেকেই গত চার বছর বিভিন্ন ইনজুরিতে ক্যারিয়ার ক্ষতিগ্রস্থ হয়েছে নেইমারের। 

রোববার সেইন্ট এতিয়েনের মাঠে একেবারে শেষ মুহূর্তে তার এই ইনজুরি সত্যিই হতাশাজনক। নিজের টুইটার এ্যাকাউন্টে সোমবার পোস্ট করা এক ভিডিওতে দেখা যাচ্ছে নেইমার বাম পায়ে প্রেসোথেরাপি বুট পড়ে আছেন।