১১ দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আগামীকাল বৃহস্পতিবার থেকে সড়ক অবরোধ করবেন না। তবে দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজধানীর রামপুরা সড়কের দুপাশে দাঁড়িয়ে প্রতিদিন এক ঘণ্টা মানববন্ধন করবেন শিক্ষার্থীরা।
কাল থেকে শুরু হতে যাওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ভোগান্তির কথা মাথায় রেখে সড়ক অবরোধের মতো কঠোর কর্মসূচি আপাতত প্রত্যাহার করে নিয়েছেন শিক্ষার্থীরা।
বুধবার দুপুর ২ টার দিকে অবরোধ তুলে নেওয়ার ঘোষণার সময় নতুন এই কর্মসূচি দেন তারা।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, আগামীকাল থেকে সারাদেশে এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। সকাল ১০ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত পরীক্ষা। তাই তাদের যাতে ভোগান্তি না হয় সে কারণে আমরা পরীক্ষা চলাকালে সড়ক অবরোধ করব না। প্রতিদিন দুপুর ১২ টা থেকে ১ টা পর্যন্ত রামপুরায় সড়কের দুপাশে দাঁড়িয়ে মানবন্ধন করব। ১১ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।