দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৮২ জন। এ সময় প্রাণঘাতী এ মহামারি ভাইরাসে মৃত্যু হয়েছে ২ জনের। এ নিয়ে দেশে মোট প্রাণহানি হলো ২৭ হাজার ৯৮৩ জনের।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে একজন পুরুষ, একজন নারী। তাদের মধ্যে একজনের বয়স ছিল ৬০ বছরের বেশি। একজনের বয়স ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছিল।
তাদের একজন ঢাকা বিভাগের, অন্যজন খুলনা বিভাগের বাসিন্দা ছিলেন। একজন সরকারি হাসপাতালে, অন্যজন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
এর আগে রোববার ২২৭ জন নতুন রোগী শনাক্ত এবং ২ জনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সেই হিসেবে এক দিনে সংক্রমণ বাড়লেও মৃত্যু কমে।
গত এক সপ্তাহে দেশে মোট ১ হাজার ৬৯৬ জন কোভিড রোগী শনাক্ত হয়েছে, যা আগের সপ্তাহে ছিল ১ হাজার ৫৮৭ জন। অর্থাৎ, এক সপ্তাহে শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে ৬ দশমিক ৯ শতাংশ।
৮৪৮টি ল্যাবে ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৮৫১ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২৮২ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১ দশমিক পঞ্চাশ শতাংশ।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৭৬ হাজার ৫৬৬ জনে। সুস্থ হয়েছেন আরও ৩৮৩ জন। এ নিয়ে মোট সুস্থ ১৫ লাখ ৪১ হাজার ৩৪৮ জন।