মো. হাবিবুর রহমান
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা পুলিশ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে কুমিল্লার কেন্দ্রিয় কারাগারে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে উপজেলার আন্দিকোট ইউনিয়নের গাঙ্গেরকুট গ্রামে অভিযান চালিয়ে ১৬০ পিছ ইয়াবাসহ মামুন মিয়া (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে। গাঙ্গেরকুট গ্রামের মৃত কালা মিয়ার ছেলে। শুক্রবার দুপুরে কুমিল্লার আমলী আদালতে সোপর্দ করলে বিজ্ঞ বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার দৈনিক কুমিল্লার কাগজকে বলেন, এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।