Published : Saturday, 4 December, 2021 at 12:00 AM, Update: 04.12.2021 12:46:35 AM
নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি সু- চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার বিকালে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর কৃষকদলের উদ্যোগে ধর্মসাগর পাড় দলীয় কার্যালয় থেকে নগরীতে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শেষে দলীয় কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন কুমিল্লা দক্ষিণ জেলা কৃষকদলের সভাপতি হাজী মামুন। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির প্রচার সম্পাদক মোস্তফা জামান, কোতয়ালি বিএনপি'র সাধারণ সম্পাদক রেজাউল কাইয়ুম ও কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সভাপতি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম। অনুষ্ঠান পরিচালনা করেন মহানগর কৃষকদলের সভাপতি কাজী শাহীনুর হোসেন শাহীন। এসময় আরো উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা কৃষকদল নেতা আবুল বাশার, মোঃ হানিফ মিয়া, মহানগর কৃষকদল নেতা এয়ার মোহাম্মদ জামাল হোসেন ও এড.ফারহানা সেলিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।