ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বরুড়ায় অস্ত্রসহ আটক ৩
Published : Saturday, 4 December, 2021 at 12:00 AM, Update: 04.12.2021 12:46:57 AM
বরুড়ায় অস্ত্রসহ আটক ৩নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বরুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত চক্রের ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে বরুড়া- বাতাইছড়ি সড়কের নতুন হাজী বাড়ি নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের সাথে থাকা ১ টি একনালা বন্দুক, ৪ টি গুলি, ১ টি ছোরা, ১ টি চাপাতি, ১ টি চাইনিজ কুড়াল, ১ টি লোহার রড, ২ টি এসএস পাইপ ও ব্যাটারী চালিত একটি মিশুক গাড়ি উদ্ধার করা হয়।
আটককৃতরা হচ্ছে- উপজেলার পদুয়ার পাড় গ্রামের মজিবুর রহমানের ছেলে ওমর সানি (২০), হুরুয়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে জাকির হোসেন (২৬) এবং পাঠানপাড়া গ্রামের মোহাম্মদের ছেলে হোসেন (১৯)।
এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইকবাল বাহার মজুমদার বলেন, গোপন খবর পাওয়ার সাথে সাথে পুলিশ পাঠিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।