ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ডিএনসি-সিইউডিএস আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার ট্যাব রাউন্ডে বিজয়ী ভিসিডিএস
রহিমা মিতু
Published : Saturday, 4 December, 2021 at 7:09 PM, Update: 04.12.2021 7:34:16 PM
ডিএনসি-সিইউডিএস আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার ট্যাব রাউন্ডে বিজয়ী ভিসিডিএসচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিতর্ক পরিষদের ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে ডিএনসি-সিইউডিএস আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
৩ ডিসেম্বর শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ ডিএনসি-সিইউডিএস আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদ(ভিসিডিএস) অংশগ্রহণ করে।
 ট্যাব রাউন্ডে "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের" বিপক্ষে বিজয়ী হয় ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদ (ভিসিডিএস) টিম। যার নেতৃত্ব দিয়েছে  ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের বর্তমান সভাপতি শাহনূর কিবরিয়া সুজন।
উল্লেখ্য, বাংলাদেশের ৩২টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সেরা-১০ এ স্থান করে নিয়েছে ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদ ।