ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাহ্মণপাড়ায় ১৪ প্রার্থীকে ৭০ হাজার টাকা জরিমানা
Published : Monday, 13 December, 2021 at 12:00 AM, Update: 13.12.2021 1:28:23 AM
ব্রাহ্মণপাড়ায় ১৪ প্রার্থীকে ৭০ হাজার টাকা জরিমানা
ইসমাইল নয়ন।।

ব্রাহ্মণপাড়া উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২১ এর নির্বাচনী আচরণবিধি লংঘনে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা। এসময় তিনি আচরণবিধি লংঘনের দায়ে প্রার্থীদের অর্থদন্ড প্রদান করেন। শনিবার দুপুরে দেয়ালে পোস্টার লাগানোর কারনে শিদলাই ইউনিয়নে ২ চেয়ারম্যান প্রার্থী ও ৭ সদস্য প্রার্থী প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদন্ড প্রদান করা হয়। দন্ডিতরা হলেন- চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থী মোঃ মোস্তফা কামাল সরকার, চেয়ারম্যান পদে টেলিফোন প্রতীকের প্রার্থী মোঃ আনোয়ার হোসেন, ৬ নং ওয়ার্ডের সদস্য পদে তালা প্রতীকের প্রার্থী মোঃ জয়দল হোসেন জানু, ৬ নং ওয়ার্ডে সদস্য পদে মোরগ প্রতীকের প্রার্থী মোঃ হারুন মিয়া, ৫ নং ওয়ার্ডে সদস্য পদে তালা প্রতীকের প্রার্থী কামাল উদ্দিন, তালগাছ প্রতীকে সংরক্ষিত সদস্য প্রার্থী রুজিনা আক্তার, ৬ নং ওয়ার্ডে টিউবওয়েল প্রতীকে সদস্য প্রার্থী নাছির উদ্দিন, ৬ নং ওয়ার্ডে সদস্য পদে ফুটবল প্রতীকের প্রার্থী মোঃ সেলিম ফকির, গোলাপফুল প্রতীকে মহিলা সদস্য প্রার্থীর সমর্থক শাহীন সরকার। চান্দলা ইউনিয়নে মিছিল করার অপরাধে দুটি পাতা প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সাত্তারকে ৫ হাজার টাকা ও ২ নং ওয়ার্ডে তালা প্রতীকে সদস্য প্রার্থী মোঃ মানিক মিয়াকে ৫ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। এছাড়া ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নে তালগাছ প্রতীকে সংরক্ষিত নারী সদস্যপ্রার্থীর পক্ষে মিছিল করার অপরাধে মোঃ মোতালেবকে ৫ হাজার টাকা ও ২ নং ওয়ার্ডে মোরগ প্রতীকে সদস্য প্রার্থী মোঃ শাহ জালাল ও টিউবওয়েল প্রতীকে সদস্য প্রার্থী মোঃ সোহেল ভুইয়াকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।