ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মোবাইলে মনযোগী কলেজছাত্র, ধেয়ে আসা ট্রেন কেড়ে নিল প্রাণ
Published : Monday, 13 December, 2021 at 12:19 PM
মোবাইলে মনযোগী কলেজছাত্র, ধেয়ে আসা ট্রেন কেড়ে নিল প্রাণরেললাইনের উপর বসে মনোযোগ দিয়ে মোবাইলে কিছু একটা করছিলেন কলেজছাত্র সাগর বিশ্বাস। এমন সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
রোববার রাতে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ভররামদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর ভররামদিয়া গ্রামের যোতিন্দ্রনাথ বিশ্বাসের ছেলে। তিনি ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী ছিলেন।

রাজবাড়ী জিআরপি থানার ওসি মো. মাসুদ আলম জানান, রাতে ট্রেনটি রাজশাহী থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার দিকে যাওয়ার সময় বালিয়াকান্দির রামদিয়া স্টেশনে পৌঁছালে সেখানে ওই কলেজছাত্র কাটা পড়ে নিহত হন। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে- ওই ছাত্র রেললাইনে বসে মোবাইলে মনোযোগী ছিলেন। ঐ সময় ট্রেন এলেও টের পাননি তিনি।