ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
নিজেকে গালি দিয়ে জরিমানা গুনলেন ট্রাভিস হেড
Published : Monday, 13 December, 2021 at 12:57 PM
নিজেকে গালি দিয়ে জরিমানা গুনলেন ট্রাভিস হেডব্রিসবেন টেস্ট ৯ উইকেটে জিতে অ্যাশেজ শুরু করেছে অস্ট্রেলিয়া। ম্যাচ জয়ের নায়ক ট্রাভিস হেড। ১৪৮ বলে ১৫২ রানের দুর্দান্ত ইনিংস খেলে জিতে নেন ম্যাচ সেরার পুরস্কার। তবে শুধু পুরস্কারই নয়, ব্রিসবেন টেস্ট হেডের কপালে শাস্তিও জুটেছে! 

ঘটনা ম্যাচের দ্বিতীয় দিন অস্ট্রেলিয়ার ইনিংসের ৭৭তম ওভারের। ইংলিশ অল-রাউন্ডার বেন স্টোকসের একটা বলে পরাস্ত হয়ে নিজের উদ্দেশেই অশ্লীল একটা শব্দ ব্যবহার করেন হেড। যা আইসিসির কাছে 'অগ্রহণযোগ্য ভাষা' হিসেবে বিবেচিত হয়েছে। আইসিসির কোড অব কন্ডাক্টের ২.৩ ধারা ভঙ্গ করায় ট্রাভিস হেডকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছেন ম্যাচ রেফারি ডেভিড বুন। সঙ্গে দেওয়া হয়েছে একটা ডিমেরিট পয়েন্ট।

কোড অব কন্ডাক্টের ২.৩ ধারা অনুযায়ী আন্তর্জাতিক ম্যাচে খেলোয়াড় ও সাপোর্ট স্টাফের 'অশ্রাব্য ভাষা ব্যবহার' লেভেল ওয়ান ধরনের অপরাধ। যেটার সর্বনিম্ন শাস্তি ভর্ৎসনা, সর্বোচ্চ ৫০ শতাংশ ম্যাচ ফি জরিমানার সঙ্গে একটি বা দুটি ডিরেমিট পয়েন্ট। দুই বছরের মধ্যে আরও একটি ডিমেরিট পয়েন্ট পেলে হেড এক ম্যাচ নিষিদ্ধ হবেন। আম্পায়াদের আনীত অভিযোগ ট্রাভিস হেড মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।