সদ্যই স্থায়ীভাবে ভারতের ওয়ানডে অধিনায়ক হয়েছেন রোহিত শর্মা। সর্বশেষ টি-২০ বিশ্বকাপের পর অধিনায়ক নির্বাচিত হন তিনি। দলের দায়িত্ব পেয়েই পূর্বসুরি কোহলিকে প্রশংসায় ভাসিয়েছেন রোহিত।অধিনায়ক হওয়ার পর ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ওয়েবসাইটের ভিডিওতে দেয়া প্রথম সাক্ষাৎকারে সাবেক নেতা কোহলির প্রতি শ্রদ্ধা-ভালোবাসা সবই ফুটিয়ে তুলেছেন রোহিত। কোহলির আক্রমণাত্মক মনোভাব তার পছন্দ বলেও জানিয়েছেন তিনি।
রোহিত বলেন, পাঁচ বছর ধরে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছে কোহলি। যত বার মাঠে নেমেছি, সেটাই দেখেছি। প্রতিটা ম্যাচ জিততে চাইতো কোহলি। ম্যাচ জিততে মরিয়া হয়ে থাকতো সে। সেই বার্তাটাই দলের কাছে পৌঁছে দিতো সে। তার নেতৃত্বে খেলাটা দারুণ উপভোগ করেছি। দীর্ঘদিন ধরে কোহলির সাথে খেলছি, প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি এবং ভবিষ্যতেও করবো।
অধিনায়কত্ব না থাকলেও, দলের সেরা ক্রিকেটার কোহলির কাছ থেকে আক্রমণাত্মক মনোভাবই চান রোহিত। তিনি বলেন, ‘অধিনায়ক হিসেবে আমরা সকলেই কোহলির আক্রমনাত্মক মনোভাব দেখেছি। ভবিষ্যতেও সেই মনোভাবটা অব্যাহত থাকবে বলে আশা করি। সে দলের সেরা খেলোয়াড়। তার কাছ থেকে দল আরো বেশি পারফরমেন্স আশা করে।