ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
লালমাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
প্রদীপ মজুমদার
Published : Tuesday, 14 December, 2021 at 8:50 PM
লালমাইয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন ১৪ ডিসেম্বর কুমিল্লার লালমাই উপজেলায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ মিনার ও বধ্যভূমিতে পুষ্প স্তবক অর্পণ, শহীদদের স্মৃতির উদ্দেশ্যে ১ মিনিট নিরবতা পালন, শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া, আলোচনা সভা পালন করা হয় । 

এরপর সকাল ১০.০০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরোজ এর সভাপতিত্বে দিবসটির গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল মালেক । এসময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি নাসরিন আক্তার, লালমাই থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক আমিন, যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার জাহানারা খানম, সাংবাদিক ঐক্য ফোরামের লালমাই উপজেলা শাখার সভাপতি মনির হোসেন, নাজির রতন সিংহ,সিএ সাইফুল ইসলাম প্রমুখ।