ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা শিশু পরিবারে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান
তানভীর দীপু
Published : Monday, 13 December, 2021 at 8:32 PM, Update: 13.12.2021 8:33:54 PM
কুমিল্লা শিশু পরিবারে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানমহান বিজয়ের ৫০ বছর পূর্তি  ও বিজয় দিবস উপলক্ষে শিশু পরিবারে পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার রাতে সংরাইশ সরকারি শিশু পরিবারে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক জেড এম মিজানুর রহমান খান। 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক এ এস এম জোবায়েদ, সদর সমাজসেবা কর্মকর্তা মোঃ সাইফ উদ্দিন, শিশু পরিবারের উপ-তত্বাবধায়ক শরফুন নাহার মনি, ব্যবস্থাপনা কমিটির সদস্য মোহাম্মদ সাইফ উদ্দিন রনী, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন, কুমিল্লার সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসাইন আকাইদ, মেগা শপিং সেন্টার এন্ড স্টুডিও এর সত্ত্বাধিকারী বারিক রানা, মশিউর মাসুদ, মারুফ আহমেদ, ইকবাল হোসেন, মোঃ সুমন, ইকবাল মাহমুদসহ আরো অনেকে।
অনুষ্ঠানে চিকই, ভাপা, পাক্কন, লবঙ্গ লতিকা, পুলি, পাটিসাপটা শিশুদের মাঝে পরিবেশন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করা হয়।