ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় আমদানি ও বিক্রয় নিষিদ্ধ ওষুধসহ তিন চোরাকারবারি গ্রেপ্তার
Published : Monday, 13 December, 2021 at 7:56 PM
কুমিল্লায় আমদানি ও বিক্রয় নিষিদ্ধ ওষুধসহ তিন চোরাকারবারি গ্রেপ্তারকুমিল্লায় বিপুল পরিমান শুল্ক-কর ফাঁকি দিয়ে অননুমোদিতভাবে বিভিন্ন দেশ থেকে আনা ঔষধ ও বিক্রয় নিষিদ্ধ সরকারি ঔষধ মজুদের অভিযোগে তিনজনচোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার কুমিল্লা সদর উপজেলার আলেখারচর মেডিক্যাল কমপ্লেক্স এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- কুমিল্লা সদর উপজেলার মাঝিগাছা গ্রামের প্রান্তোষ দত্তের ছেলে শ্রীকান্ত দত্ত, চান্দিনার কামার খোলা গ্রামের ননী গোপাল দাসের ছেলে শিশির চন্দ্র দাস এবং মুরাদ নগর উপজেলার লক্ষিপুর গ্রামের মানিক দত্তের ছেলে নন্দন দত্ত।
র‌্যাব জানিয়েছে, তারা দীর্ঘদিন যাবৎ বিক্রয় নিষিদ্ধ সরকারি ঔষধ এবং অননুমোদিত ও অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে বিভিন্ন দেশ থেকে ঔষধ সামগ্রী বাংলাদেশে এনে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।কুমিল্লায় আমদানি ও বিক্রয় নিষিদ্ধ ওষুধসহ তিন চোরাকারবারি গ্রেপ্তার