কাউন্সিলরসহ জোড়া খুনের দুই আসামির স্বীকারোক্তি জবানবন্দি
Published : Monday, 13 December, 2021 at 8:11 PM
কুমিল্লা সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেল এবং তাঁর সহযোগী আওয়ামী লীগ কর্মী হরিপদ সাহা হত্যা মামলার দুই আসামি জেল সোহেল ও সায়মন আদালতের কাছে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তাদের স্বীকারোক্তি দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মঞ্জুর কাদের ভুঁইয়া। রোববার দিবাগত রাত ১২টার দিকে ওই দুই আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়। কুমিল্লার জেষ্ঠ্য বিচারিক হাকিম ১ নম্বর আমলি আদালতের বিচারক চন্দন কান্তি নাথের আদালতে ওই দুই আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরে তাদেরকে আবার কারাগারে পাঠানো হয়।