কুমিল্লায় ১২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। আজ মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার বিজয়পুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক পরিমল দাস জানান, মঙ্গলবার সকাল ৮ টায় কুমিল্লার সদর দক্ষিণ থানাধীন বিজয়পুর রেলগেইট এলাকায় বিশ্বরোড পদুয়ার বাজার হতে চাঁদপুরগামী পাকা রাস্তার উপর চট্টগ্রাম থেকে চাঁদপুরের হাজীগঞ্জ যাওয়ার পথে একটি পুরাতন পিকআপসহ ড্রাইভার মোঃ সজিব হোসেন, মোঃ রুহুল আমিন রুবেল ও মোঃ মহসিন নামে তিন মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন যাবত অভিনব কায়দায় যানবাহান ব্যবহার করে চট্টগ্রাম ও কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে সারা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হবে।
গ্রেপ্তার সজিব হোসেন কুমিল্লার ইলিয়টগঞ্জের মৃত জাহাঙ্গীর মিয়ার ছেলে। মোঃ রুহুল আমিন রুবেল হবিগঞ্জের বানিয়াচং এলাকার মৃত জনাব আলীর ছেলে এবং মোঃ মহসিন ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগর এলাকার মোঃ মোতালেব হোসেনের ছেলে।