তানভীর দিপু: কুমিল্লায় কাউন্সিলর সৈয়দ মোঃ সোহেল ও আওয়ামী লীগ কর্মী হরিপদ সাহা হত্যা মামলায় আরো দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে এন্টিটেরোরিজম ইউনিট ও সিটিটিসির সহযোগিতায় রিশাত ও নাজিম উদ্দিন ওরফে নাদিম নামে দুই জনকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ। রিশাত ও নাজিম উদ্দিন জোড়া খুনের ঘটনায় অস্ত্র যোগান এবং কিলিং স্কোয়াডে ছিলো বলে নিশ্চিত করেন কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার। মামলার এজাহারে তাদের নাম না থাকলেও তদন্তে হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতা পাওয়ায় তাদেরকে গ্রেপ্তার করা হয়। নাজিম উদ্দিনকে কুমিল্লা শহরের শুভপুর এবং রিশাতকে চৌদ্দগ্রাম উপজেলার গুণবতি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
এর আগে সিসি ক্যামেরার একটি ফুটেজে পুলিশ শনাক্ত করে, হত্যা মামলার প্রধান আসামি শাহ আলমের সাথে নাজিম নামে এক যুবক সুজানগর পাথুরিয়া পাড়া সড়কে গুলি করতে করতে এগিয়ে আসছে।
গ্রেপ্তারকৃত রিশাত কিলিং স্কোয়াডের সদস্য এবং অস্ত্রের অন্যতম যোগানদাতা।
এ পর্যন্ত এ মামলায় মোট ৯ জন আসামি গ্রেপ্তার রয়েছে। এছাড়া পুলিশের সাথে গোলাগুলিতে প্রধান আসামি শাহ আলমহ ৩ জন নিহত হয়েছে।