ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
Published : Wednesday, 15 December, 2021 at 12:00 AM, Update: 15.12.2021 1:01:37 AM
কুমিল্লায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালননিজস্ব প্রতিবেদক: গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে কুমিল্লায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসন, জেলা পুলিশসহ বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কর্মসূচী পালন করে। দিবসটি উপলক্ষে সকালে কুমিল্লা নগর উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক  বাহা উদ্দিন বাহার, সংরক্ষিত সংসদ সদস্য আঞ্জুম সুলতানা সীমা, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
পরে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ে শহীদ জেলা প্রশাসক এ কে এম শামসুল হক খান ও পুলিশ সুপার কার্যালয়ে শহীদ পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন এর ভাস্কর্য্যেও ফুলেল শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
এদিকে দিবসটি উপলক্ষ্যে গতকাল সন্ধ্যায় কুমিল্লা টাউন হল মাঠে কেন্দ্রিয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য  বীর মুক্তিযোদ্ধা আ ক  বাহা উদ্দিন বাহার, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ। এসময় কুমিল্লার বীর মুক্তিযোদ্ধাগণ, সুশীল সমাজের প্রতিনিধি এবং শিশু কিশোররাও এই মোমবাতি প্রজ্জ্বলনে অংশ গ্রহন করেন। পরে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মুক্ত মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য  বীর মুক্তিযোদ্ধা আ ক  বাহা উদ্দিন বাহার বলেন, জাতির মেধাকে কাজে লাগানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রচেষ্টা চালাচ্ছেন। অনেক বাজেট দিচ্ছেন তিনি। জাতির মেধাকে কাজে লাগাতে হবে, বুদ্ধিজীবীরা ঘরে বসে থাকলে কাজে আসবে না। যার বুদ্ধি ও মেধা সমাজ ও জাতি বিনির্মানে কাজে লাগে তিনিই বুদ্ধিজীবী। আমাদের দেশে এখন অনেকেই আছে যাদের মেধা ও মনন এই জাতিকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের কোন হতাশা নেই। আমরা মুক্তিযুদ্ধ করেছি। আমরা আশাবাদী।
আলোচনা সভায় আরো অংশ নেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ, স্থানীয় সরকার বিভাগ কুমিল্লার উপ-পরিচালক শওকত ওসমান, বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ আবু জাফর ভুইয়া, বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ নেতা মফিজুর রহমান বাবলু, বিশিষ্ট আইনজীবী গোলাম ফারুক।
পরে কুমিল্লা শিশু শিল্পীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।