ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লার বরুড়ার আড্ডা উমেদিয়া উচ্চবিদ্যালয়ের দুই দিনব্যাপী ৭৫ বছর পূর্তি উৎসব শুরু
Published : Saturday, 18 December, 2021 at 12:00 AM, Update: 18.12.2021 1:21:17 AM
 কুমিল্লার বরুড়ার আড্ডা উমেদিয়া উচ্চবিদ্যালয়ের দুই দিনব্যাপী ৭৫ বছর পূর্তি উৎসব শুরু
স্টাফ রিপোর্টার: কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা উমেদিয়া উচ্চবিদ্যালয়ের দুই দিনব্যাপী ৭৫ বছর পূর্তি উৎসব গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে। প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে উদ্বোধনী দিন শোভাযাত্রা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আজ শনিবার উৎসবের সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী  কে এম খালিদ।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার সকাল নয়টায় বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক- শিক্ষার্থীদের জন্য দোয়ার অনুষ্ঠান হয়। সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গন থেকে শোভাযাত্রা বের হয়। এতে অন্তত তিন হাজার শিক্ষার্থী অংশ নেন। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়।  এরপর উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও যমুনা ব্যাংকের চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান প্রকৌশলী মো. আতিকুর রহমান। এ সময় বক্তব্য রাখেন উৎসবের আহবায়ক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক  ড. মো. দেলোয়ার হোসেন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ ওয়াদুদ মিয়াজী। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মো. তোফাজ্জল আলীকে সম্মাননা দেওয়া হয়।
উদ্বোধনী পর্বে মো. আতিকুর রহমান বলেন,‘ এই বিদ্যালয়ের সুনাম রয়েছে। এখানকার শিক্ষার্থীরা অত্যন্ত মেধাবী। দেশ গড়ার কাজে তাঁরা নানাভাবে সম্পৃক্ত।’
বিকেলে স্মৃতিচারণ অনুষ্ঠান ও পরে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা সংগীত পরিবেশন করেন।
এদিকে  দ্বিতীয়দিন আজ শনিবার সকাল ১০ টায় মূল অনুষ্ঠান হবে। এতে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সাংসদ নাছিমুল আলম চৌধুরী, সাবেক সাংসদ জাকারিয়া তাহের, এসকিউ গ্র“পের চেয়ারম্যান এ জেড এম শফিউদ্দিন ও বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিসুল ইসলাম। এতে সভাপতিত্ব করবেন উৎসবের আহবায়ক বুয়েটের অধ্যাপক ড. মো. দেলোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ ওয়াদুদ মিয়াজী।  দ্বিতীয় দিনে বীর মুক্তিযোদ্ধা ও বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে।
উৎসবের প্রচার উপকমিটির আহবায়ক ও বিদ্যালয়ের ৯৪ ব্যাচের শিক্ষার্থী গাজীউল হক সোহাগ বলেন,‘ ১৯৪৫ সালে আড্ডা উমেদিয়া উচ্চবিদ্যালয় প্রতিষ্ঠা হয়। এটি উপজেলার অন্যতম সেরা বিদ্যাপীঠ। প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে অন্তত তিন হাজার শিক্ষার্থী জড়ো হন। দীর্ঘদিন পর সতীর্থ সহপাঠীদের কাছে পেয়ে পুরানো সেইদিনের কথায় মেতে ওঠে শিক্ষার্থীরা। এতে নতুন আর প্রবীনের সেতুবন্ধন তৈরি হয়।’