Published : Saturday, 18 December, 2021 at 12:00 AM, Update: 18.12.2021 1:18:31 AM

আবুল কালাম আজাদ।
মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মনোহরগঞ্জে যথাযথ মর্যদায় উদযাপন করা হয়েছে। দিবসটি পালনে উপজেলা প্রশাসন,ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ, সকল শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
কর্মসূচির মধ্যে ছিল উপজেলা ভবন -আওয়ামীলীগ কার্যালয়-সকল শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ বাজার গুলোতে আলোকসজ্জা, সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, জাতির জনকের প্রতিকৃতি ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ,কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শন,আলোচনা সভা,বিভিন্ন প্রতিযোগীতা ও পুরুষ্কার বিতরণ, বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত, বিকালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার শপথ বাক্য পাঠ অনুষ্ঠান স্থানীয় মনোহরগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মাষ্টার আবদুল কাইয়ূম চৌধুরী, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ জাকির হোসেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নাজিয়া রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, মাননীয় এলজিআরডি মন্ত্রী মোঃতাজুল ইসলাম এমপি মহোদয়ের উন্নয়ন সমন্বয় কারী মোঃকামাল হোসেন, মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহবুবুল কবির, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা কুসুম, নাথের পেটুয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাফর আহমেদ সহ,বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষার্থী এবং সর্বস্থরের মানুষ।
আলোচনা সভায় বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ও মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
বক্তারা বলেন আজকের দিনটি বাঙ্গালী জাতির জন্য গুরুত্বপূর্ণ একটি দিন। আমরা আজ জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মহান বিজয় দিবসের পাশাপাশি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করতেছি।
পরে তারা লাকসাম -মনোহরগঞ্জ উপজেলার উন্নয়নের রুপকার মাননীয় এলজিআরডি মন্ত্রী মোঃতাজুল ইসলাম এমপি মহোদয়ের সার্বিক সহযোগীতায় দিবসটি উৎসব মুখর পরিবেশে উদযাপন করতে পারায় প্রিয় নেতার প্রতি সকলে কৃতজ্ঞতা প্রকাশ করেন।