Published : Saturday, 18 December, 2021 at 12:00 AM, Update: 18.12.2021 1:18:34 AM
আবুল কালাম আজাদ।
সিসিএন শিক্ষা পরিবারের উদ্যোগে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে ।দিবসটি পালনে সবকয়টি কর্মসূচিতে সিসিএন শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা ও প্রধান কার্য নির্বাহী, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিসিএন পলিটেকনিক ইন্সটিটিউট, সিসিএন মডেল কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. তারিকুল ইসলাম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. একেএম আছাদুজ্জামান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ট্রেজারার, বীর মুক্তিযোদ্ধা ড. আলী হোসেন চৌধুরী। উপস্থিত ছিলেন সিসিএন পলিটেকনিক ইন্সটিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রকৌশলী মো. খাদেমুল ইসলাম চৌধুরী।
সিসিএন শিক্ষা পরিবারের আইটি অ্যান্ড ফটোগ্রাফি ডিভিশনের সিনিয়র এক্সিকিউটিভ ইফতিখারুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক নুরুল আমিন, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক মো. আলী ইমরান, সিসিএন পলিটেকনিক ইন্সটিটিউটের মেকানিক্যাল টেকনোলজির জুনিয়র ইন্সট্রাকটর হেলাল আবনূর। অনুষ্ঠানে সিসিএন শিক্ষা পরিবারের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিল।
পরে বিকাল সাড়ে ৪টায় ভার্চুয়াল সংযোগে প্রধান মন্ত্রীর শপথ বাক্য পাঠ করেন।