ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আফ্রিকার ১০ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে কানাডা
Published : Saturday, 18 December, 2021 at 2:03 PM
আফ্রিকার ১০ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে কানাডাআফ্রিকার ১০ দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে কানাডা। শুক্রবার এক ঘোষণায় কানাডার পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। গত ৯ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় প্রথম করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়।

এরপর ২৪ নভেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিএইচও) বিষয়টি নিশ্চিত করে বিশ্ববাসীকে সতর্ক হওয়ার আহ্বান জানায়। তার পরপরই দক্ষিণ আফ্রিকার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আসতে থাকে বিভিন্ন দেশ থেকে। এই তালিকায় ছিল কানাডাও। তবে এবার দেশটি জানিয়েছে, আফ্রিকার দেশগুলোর বিদেশি ভ্রমণকারীদের ওপর আর নিষেধাজ্ঞা থাকছে না।

তবে একই সঙ্গে সতর্ক করা হয়েছে যে, ওমিক্রনের কারণে হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়তে পারে। এছাড়া করোনার পরীক্ষা-নিরীক্ষাও বাড়ানো হয়েছে।

কানাডার স্বাস্থ্যমন্ত্রী জিন ইভেস ডাকলাস এক সংবাদ সম্মেলনে বলেন, দক্ষিণ আফ্রিকা, মোজাম্বিক, বতসোনায়া, জিম্বাবুয়ে, লেসোথো, এসওয়াতিনি, নামিবিয়া, নাইজেরিয়া, মালাওয়ি এবং মিশরের ওপর শনিবার রাত ১১ টা ৫৯ মিনিট থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে।

তিনি বলেন, কানাডায় যেন ওমিক্রন দ্রুত ছড়িয়ে পড়তে না পারে সেজন্য গত মাসেই বিভিন্ন দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয় যেন আমরা কিছুটা সময় পাই।