সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতের নাম মো. মুরাদ হোসেন। তিনি বিয়ের পর ঋণ করে ভাগ্যের উন্নয়নের আশায় সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন।শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টায় সৌদি আরবের মদিনা শহর থেকে ২৫০ কিলোমিটার দূরের আল হাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুরাদ হোসেন লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের আনোয়ার হোসেনের ছেলে। মাত্র ছয় মাস আগে বিয়ে করেছেন মুরাদ। তিনি বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, তিন বছর আগে সৌদি আরব থেকে বাড়িতে ফেরেন মুরাদ হোসেন। ছয় মাস আগে বিয়ে করেন। এরপর পাঁচ লাখ টাকা ঋণ করে তিন মাস আগে আবারো সৌদি আরব যান তিনি।
আরো জানা গেছে, গত ১২ ডিসেম্বর ফার্নিচার দোকানের কাজ শেষে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন মুরাদ। ঐ সময় বিপরীত দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি মাইক্রোবাসের ধাক্কায় তিনি আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মুরাদের মৃত্যু হয়।
এদিকে শুক্রবার রাতেই ছেলের মৃত্যুসংবাদ শুনে শোকে অজ্ঞান হয়ে পড়েন মুরাদ হোসেনের মা। তিনি বর্তমানে রায়পুর সরকারি হাসপাতালর চিকিৎসাধীন।
কেরোয়া ইউনিয়নের মেম্বার আবুল কালাম কালু মুন্সি জানান, মুরাদ হোসেনের লাশ দ্রুত দেশে আনার চেষ্টা করা হচ্ছে।