দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ হাজার ৪৭ জনে।একই সময়ে করোনা রোগী হিসেবে নতুন শনাক্ত হয়েছেন ১২২ জন। এতে মোট শনাক্ত সংখ্যা দাঁড়ালো ১৫ লাখ ৮০ হাজার ৮৭২ জনে।
শনিবার স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯৭১টি নমুনা পরীক্ষায় ১২২ জনের করোনা শনাক্ত হয়। সে হিসাবে এ সময়ে শনাক্তের হার শূন্য দশমিক ৮৭ শতাংশ। গত বছরের ৩০ মার্চের পর এ প্রথম করোনা শনাক্তের হার এক শতাংশের নিচে নামলো।
উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।