ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মেসির গোলই সেরা চ্যাম্পিয়ন্স লিগে
Published : Saturday, 18 December, 2021 at 7:57 PM
মেসির গোলই সেরা চ্যাম্পিয়ন্স লিগেবার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পর গত সেপ্টেম্বরের শেষদিকে ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে ম্যানচেস্টার সিটির বিপক্ষে দুর্দান্ত একটি গোল করেন। তার সেই গোলকেই চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বের সেরা হিসেবে নির্বাচিত করেছে উয়েফা। 

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাধারী সিটির বিপক্ষে ম্যাচের ৭৪তম মিনিটে ফরাসি পরাশক্তি পিএসজির হয়ে নিজের প্রথম গোলটি পান মেসি। পাল্টা-আক্রমণ থেকে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে বল দেওয়া-নেওয়া করে ডি-বক্সের কাছাকাছি পৌঁছে যান মেসি। 

এরপর বক্সের বাইরে থেকে নেওয়া বাম পায়ের এক নিখুঁত শটে বল জালে পাঠান সাবেক বার্সেলোনা অধিনায়ক। সিটিজেনদের গোলরক্ষক এদারসনের চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না।

শুক্রবার নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে বিষয়টি জানিয়েছে ইউরোপের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা (উয়েফা)। দর্শকদের ভোটে আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড মেসিই পেয়েছেন গ্রুপপর্বে সেরা গোল করার স্বীকৃতি।

দশটি গোল বেছে নিয়ে দর্শকদের চার দিন সময় বেঁধে দিয়ে ভোট দেওয়ার জন্য অনুরোধ করা হয়। দর্শকদের প্রায় দুই লাখ তথা ২২ শতাংশ ভোটে মেসির গোলটি সেরা হিসেবে নির্বাচিত হয়েছে।