ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
রিজওয়ানের ব্যাটে নতুন ইতিহাস
Published : Saturday, 18 December, 2021 at 12:00 AM
এক বছর আগেও কি মোহাম্মদ রিজওয়ান ভাবতে পেরেছিলেন তার ব্যাটে ইতিহাস লিখা হবে। রেকর্ড পাতায় যুক্ত হবে নতুন অধ্যায়? নিশ্চয়ই পেরেছেন। নয়তো এমন রানবন্যা কিভাবে সম্ভব হলো?
স্বীকৃত টি-টোয়েন্টিতে এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি রানের কীর্তি আগেই গড়া হয়েছে পাকিস্তানের ওপেনারের। এবার তিনি ছাড়িয়ে গেলেন নিজেকেই। একমাত্র খেলোয়াড় হিসেবে এক পঞ্জিকাবর্ষে ২ হাজার রানের মাইলফলক পেরিয়ে গেছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ৪৫ বলে ৮৭ রানের ঝকঝকে ইনিংস খেলেন রিজওয়ান। এই ইনিংস দিয়ে এই বছরে টি-টোয়েন্টিতে তার রান ২০৩৬। ২ হাজার রানের মাইলফলক ছুঁতে ৫১ রান দূরে ছিলেন ২৯ বছর বয়সী ওপেনার। ক্যারিবিয়ানদের দেওয়া ২০৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাট হাতে দ্যুতি ছড়ান তিনি।
৪৫ বলে ৩ ছক্কা ও ১০ চারে খেলেন ৮৭ রানের ইনিংস। তাতে তার ব্যাটে লিখা হয় ইতিহাস। টি-টোয়েন্টিতে ২০৩৬ রান নিতে ৪৫ ইনিংস খেলেছেন তিনি। রিজওয়ানের মতো হেসেছে বাবর আজমের ব্যাটও। পাকিস্তানের অধিনায়ক ১৭৭৯ রান করেছেন।
৬ বছর আগে ক্রিস গেইল ১৬৬৫ রান করেছিলেন। সেটাই ছিল এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ রান। এছাড়া ২০১৬ সালে বিরাট কোহলি ১৬১৪ রান এবং ২০১৯ সালে বাবর আজম ১৬০৭ রান করেছেন। রিজওয়ান এ বছর টি-টোয়েন্টিতে যা করেছেন তা নিশ্চিতভাবেই সেরাদের তালিকায় থাকবে।
ম্যাচসেরা ও সিরিজসেরার পুরস্কার নিতে গিয়ে রিজওয়ান বলেন, ‘সৃষ্টিকর্তাকে ধন্যবাদ এ বছর ২ হাজারেরও বেশি রান করতে পেরেছি। নিজেকে ছাড়িয়ে যাওয়ার চ্যালেঞ্জ নেওয়ায় আমার পক্ষে ভালো করা সম্ভব হয়েছে।’
প্রসঙ্গত, আন্তর্জাতিক ক্রিকেটে ২৯ ম্যাচে ১৩২৬ রান করেছেন রিজওয়ান। যা আন্তর্জাতিক ক্রিকেটেও সর্বোচ্চ রান।