ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
পূর্ব ঘোষিত সময়ে নাও হতে পারে বিপিএল
Published : Sunday, 19 December, 2021 at 12:00 AM
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন নিয়ে আবারও অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। গত কিছুদিন ধরেই বিপিএলের ৮ম আসর ঘিরে প্রস্তুতি নিচ্ছে বিসিবি। আগামী ২০ জানুয়ারী থেকে ছয় দলের এই আসর শুরুর কথা আছে। কিন্তু এই পরিকল্পনায় বাগড়া দিল জাতীয় দলের নিউজিল্যান্ড সফর। এ ব্যাপারে আজ শনিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, পূর্ব ঘোষিত সময়ে নাও হতে পারে বিপিএল।
নিউজিল্যান্ড সফরে থাকা বাংলাদেশ দলের স্পিন কোচ রঙ্গনা হেরাথ করোনায় আক্রান্ত হওয়ায় যত বিপত্তির শুরু। এছাড়া বাংলাদেশি ক্রিকেটাররা যে ফ্লাইটে নিউজিল্যান্ড পৌঁছেছে সেখানে ছিলেন করোনারভাইরাসের নতুন সংক্রমন ওমিক্রম আক্রান্ত এক রোগী। এ কারণে দফায় দফায় কোয়ারেন্টিন করতে হচ্ছে দলের সব সদস্যকে। অনুশীলন বন্ধ। ১ জানুয়ারি থেকে টেস্ট সিরিজ শুরুর কথা থাকলেও তা অনিশ্চিত। এখন পর্যন্ত দুই বোর্ড সিরিজ বাতিলের কোনো চিন্তাভাবনা করছে না।
গতকাল মিরপুরে বোর্ড পরিচালকদের সঙ্গে বৈঠক শেসে নাজমুল হাসান সাংবাদিকদের বলেন, 'বিপিএলটা আমাদের দরকার। সামনে বিশ্বকাপ আর বিপিএলের মাধ্যমে লোকাল ক্রিকেটারদের পরখ করা যায়। কিন্তু এটা কিভাবে করব? আমরা যে প্ল্যান করেছিলাম সে অনুযায়ী বিপিএল নাও হতে পারে। বিপিএলে কাটছাঁট করতে হতে পারে। এমন হতে পারে যে, নিউজিল্যান্ডে যারা আছে তাদের রেখেই বিপিএল শুরু করতে হতে পারে। ওরা পরে এসে যোগ দেবে।'