ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ইউনিয়ন পরিষদ নির্বাচন;
চান্দিনায় দুই ইউনিয়নে ভাইয়ে-ভাইয়ে প্রতিদ্বন্দ্বি
Published : Sunday, 19 December, 2021 at 12:00 AM, Update: 19.12.2021 12:15:36 AM
চান্দিনায়  দুই ইউনিয়নে ভাইয়ে-ভাইয়ে প্রতিদ্বন্দ্বিরণবীর ঘোষ কিংকর।
কুমিল্লার চান্দিনা উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই ইউনিয়নে ভাইয়ের প্রতিদ্বন্দ্বি প্রার্থী হয়েছেন ভাই। তাদের মধ্যে এক ভাই আওয়ামী লীগ প্রার্থীর বিপরীতে অপর ভাই স্বতন্ত্র প্রার্থী। অপরটিতে দুই ভাই স্বতন্ত্র প্রার্থী।
উপজেলার ১২টি ইউনিয়নে ১০১ প্রার্থীর মধ্যে যাচাই-বাছাইয়ে ১শ জন প্রার্থী রয়েছেন। তাদের মধ্যে উপজেলার ৯নং মাইজখার ইউনিয়নে বৈধ প্রার্থী ৮জন। যাদের মধ্যে একজন আওয়ামী লীগ মনোনীত, একজন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত। বাকি ৬জন স্বতন্ত্র প্রার্থী। ওই ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জামাল উদ্দিন এর সাথে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তার আপন ছোট ভাই কামাল উদ্দিন।
উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নে বৈধ প্রার্থী রয়েছে ১১জন। তাদের মধ্যে একজন আওয়ামী লীগ মনোনীত, একজন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত, একজন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মনোনীত প্রার্থী। বাকি ৮জন স্বতন্ত্র প্রার্থী। ওই ৮ স্বতন্ত্র প্রার্থীর ব্যানারে রয়েছেন জামায়াত নেতা ও ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শাহজাহান মিয়া। একই ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তার আপন ছোট ভাই বিএনপি নেতা আক্তারুজ্জামান খান।
উপজেলার অনেক রাজনৈতিকবৃন্দ ও ইউনিয়নের অন্যান্য প্রার্থীরা মনে করছেন প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্য নয়, ওই দুই প্রার্থীর সহযোগি হিসেবেই প্রার্থী হয়েছেন ভাই।
মাইজখার ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জামাল উদ্দিন এর ছোট ভাই কামাল উদ্দিন জানান, আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে আ’লীগ প্রার্থীর চেয়ে বেশি সেবা দিতে পারবো। তাই আমি জনগণের ভালবাসা নিয়ে প্রার্থী হয়েছি। শেষ পর্যন্ত মাঠে থাকবো।