ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ইস্টার্ন মেডিকেল কলেজ, কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে বিজয় উৎসব উদযাপন
Published : Sunday, 19 December, 2021 at 12:00 AM, Update: 19.12.2021 12:15:43 AM
ইস্টার্ন মেডিকেল কলেজ, কুমিল্লায় বর্ণাঢ্য আয়োজনে বিজয় উৎসব উদযাপন১৬ ডিসেম্বর মহান বিজয়ের ৫০ বৎসর পূর্তির সুবর্ণ জয়ন্তী। ডিসেম্বর মহান বিজয় দিবস ঘিরে ইস্টার্ন মেডিকেল কলেজ, কুমিল্লায় উদযাপিত ৮ ডিসেম্বর কুমিল্লা মুক্ত দিবস Ñ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পর্যন্ত ৯ দিন ব্যাপী বিজয় উৎসব উদযাপন করা হয়। উৎসবের সমাপনী দিনে ১৬ ডিডেসম্বর ইস্টার্ন মেডিকেল কলেজ, কাবিলা ক্যাম্পাস সেজেছিল নতুন রূপে। মুক্তিযুদ্ধের চিত্র প্রদর্শনী, লাল-সবুজের বর্ণিল সাজে সেজেছিল বিজয়ের এই ক্যাম্পাস। সকাল ১১টায় বিজয় উৎসব, ২০২১ উদযাপন কমিটির আহবায়ক অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ কলিম উল্লাহ, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. শাহ্ মোঃ সেলিম, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাঃ মোসলেহ উদ্দিন আহমেদ সমেত দেশি-বিদেশি ছাত্র-ছাত্রী, শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী সমেত বিজয় উৎসবের বর্ণাঢ্য র‌্যালী ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে ক্যাম্পাসে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে বঙ্গবন্ধু সহ মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পন করেন। পরবর্তীতে কাবিলা ক্যাম্পাসে স্থাপিত বিজয় মঞ্চ শাণিত’৭১ এ র‌্যালিতে অংশগ্রহণকারী সকলে বীর যোদ্ধাদের শ্রদ্ধা জানিয়ে মহান স্বাধীনতার চেতনায় দেশ গড়ার দৃঢ় প্রত্যয় নিয়ে শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। উক্ত শপথ অনুষ্ঠান পরিচালনা করেন ইস্টার্ন মেডিকেল কলেজের প্রধান উপদেষ্টা, কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোসলেহ উদ্দিন আহমেদ। দুপুরে মুক্তিযুদ্ধে সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে কলেজ মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ৯ দিন ব্যাপী অনুষ্ঠান মালায় মুক্তিযোদ্ধা সংবর্ধনা, মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনী, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, ইএমসি-১৫ ব্যাচের ছাত্র-ছাত্রীদের উদ্যোগে স্বাধীনতার দেয়ালিকা প্রকাশ এবং সর্বশেষ সন্ধ্যা ৬:৩০ মিনিটে অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ কলিম উল্লাহর সভাপতিত্বে বিজয় দিবসের আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। বিজয় দিবসের আলোচনা সভায় আলোচনা করেন বিজয় উৎসব ২০২১ এর পৃষ্ঠপোষক ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান ড. শাহ্ মোঃ সেলিম, অন্যতম উদ্যোক্তা পরিচালক ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাঃ মোসলেহ উদ্দিন আহমেদ, অন্যতম পরিচালক জনাব জাহাঙ্গীর ভূঁইয়া, হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ মুজিবুর রহমান, অন্যতম পরিচালক অধ্যাপক ডাঃ খোরশেদ আলম, গাইনী এন্ড অবস্ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মোসাম্মৎ শামীমা আক্তার সহ অন্যরা। সবশেষে দেশি-বিদেশি ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় মুক্তিযুদ্ধের চেতনামূলক গান, নাচ, নাটক ভারতীয় ছাত্র-ছাত্রীরা স্ব-স্ব রাজ্যের- মনিপুর, মেঘালয়, কাশ্মির, কেরালার বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইএমসি-১৫ ব্যাচের ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ইএমসি-১৫ ব্যাচের ছাত্র-ছাত্রী যথাক্রমে- সুমাইয়া আফরিন, ফারহানা আফরোজ, রক্তিম সাহা, সারিম আহমেদ।