ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চট্টগ্রামে আগুনে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু
Published : Sunday, 19 December, 2021 at 12:18 PM
চট্টগ্রামে আগুনে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যুচট্টগ্রামের আকবরশাহ থানার বিশ্ব কলোনি এলাকায় আগুনে দগ্ধ হয়ে রেজিয়া বেগম (৬০) নামে বৃদ্ধা মারা গেছেন। এ সময় পাঁচটি বসতঘর পুড়ে গেছে। 

রবিবার (১৯ ডিসেম্বর) সকাল ৬টার দিকে বিশ্ব কলোনির বি-ব্লক সংলগ্ন জানারখীল এলাকা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রেজিয়া ওই এলাকার বাসিন্দা মো. ইব্রাহিমের স্ত্রী। 

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমেদ বলেন, বিশ্বকলোনির বি-ব্লক সংলগ্ন জানারখীল এলাকা নুরুল হুদার মালিকানাধীন পাঁচটি কক্ষে আগুন লাগে। আগুনে দগ্ধ হয়ে রেজিয়া বেগমের মৃত্যু হয়েছে।

বৈদুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফরিদ আহমেদ।