ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
২০৪১ সালে বিজিবির সদস্য হবে ৯২ হাজার: প্রধানমন্ত্রী
Published : Sunday, 19 December, 2021 at 1:59 PM
২০৪১ সালে বিজিবির সদস্য হবে ৯২ হাজার: প্রধানমন্ত্রী  বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে দেশের মানুষের প্রত্যাশার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আপনারা দেশপ্রেম, সততা এবং শৃঙ্খলার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করবেন। একটি কথা মনে রাখতে হবে— শৃঙ্খলা ও চেইন অব কমান্ড শৃঙ্খলা বাহিনীর সব থেকে গুরুত্বপূর্ণ চালিকা শক্তি। কখনও শৃঙ্খলার ব্যাঘাত ঘটাবেন না; তাতে নিজেদেরই ক্ষতি হবে, চেইন অব কমান্ড মেনে চলবেন। কর্তৃপক্ষের আদেশ মেনে চলা প্রতিটা শৃঙ্খলা বাহিনীর অবশ্যই কর্তব্য। ২০৪১ সালের মধ্যে বিজিবির সদস্য ৯২ হাজারে উন্নীত করার পরিকল্পনার কথা জানান তিনি। 

রবিবার (১৯ ডিসেম্বর) বিজিবি দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিজিবি সদর দফতর পিলখানায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। 

২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি সংঘটিত তৎকালীন বিডিআর বিদ্রোহের কথা উল্লেখ করে সরকার প্রধান বলেন, ‘আমরা ক্ষমতা গ্রহণের এক মাসের মাথায় বিডিআরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। যদিও ২৬ ফেব্রুয়ারির মধ্যে আমরা তা সমাধান করি। কিন্তু সেই ঘটনায় তখনকার বিডিআরের ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭০ জন প্রাণ হারায়। এই ঘটনায় আমরা দ্রুততম সময়ে বিচারও সম্পন্ন করতে সক্ষম হয়েছি। বিচার কার্য... তারা সাজাপ্রাপ্ত হয়েছে এবং চলমান রয়েছে।’