বলিউডে তাবড় অভিনেতাদের মধ্যে একজন হলেন নাসিরুদ্দিন শাহ। তার কণ্ঠ এবং অভিনয়ের যাদুতে বুদ দর্শকেরা। যেকোন চরিত্রে অভিনয় করা যেন তার কাছে মামুলি ব্যপার। তার এই অভিনেতায়ই এবার অভিনয় করতে চলেছেন ঢালিউডের সিনেমায়। সায়েন্স ফিকশন থ্রিলার ঘরানার সিনেমা ‘প্রজেক্ট অমি’তে দেখা যাবে তাকে। যেখানে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন তিনি।এরই মধ্যে সিনেমাটিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা অমিত আশরাফ।
এ প্রসঙ্গে নির্মাতা বলেন, সিনেমার গল্প ও চরিত্র তার (নাসিরুদ্দিন শাহ) বেশ পছন্দ হয়েছে। তিনি শুটিংয়ের শিডিউল দিয়েছেন। নতুন বছরে শুটিং শুরু করব। এরইমধ্যে বাকি শিল্পীদের চূড়ান্ত করা হবে। বর্তমানে শিল্পী নির্বাচনের জন্য অডিশন চলছে।
জানা গেছে, ‘প্রজেক্ট অমি’ সিনেমার গল্প সাজানো হয়েছে ২০৫০ সালকে ঘিরে। একজন হ্যাকার ও একজন ডিজিটাল আর্টিস্ট একটি ভার্চ্যুয়াল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) রোবট তৈরি করেন। যার নাম অমি। ডার্ক ওয়েবের ভার্চ্যুয়াল সন্ত্রাসীদের সঙ্গে লড়াই করে সেই রোবট। এভাবেই গল্পটি এগিয়ে যাবে।
সিনেমাটি প্রযোজনা করছে বাংলাদেশের কাজী প্রোডাকশনস হাউস ও যুক্তরাজ্যের ব্রিটিশ প্রযোজক জেনি ওয়াকার। জেনি বিবিসি, চ্যানেল ফোরের জন্য প্রামাণ্যচিত্রসহ বিভিন্ন প্রযোজনা তৈরি করেছেন।