ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লা সদর দক্ষিণে এক বছরের সাজাপ্রাপ্ত নারী আসামী গ্রেফতার
মো. মিজানুর রহমান
Published : Sunday, 19 December, 2021 at 7:01 PM
কুমিল্লা সদর দক্ষিণে এক বছরের সাজাপ্রাপ্ত নারী আসামী গ্রেফতারকুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশ শনিবার (১৮ ডিসেম্বর) রাতে ঢাকার শান্তিনগর এলাকার কর্ণফুলি গার্ডেন থেকে চেক প্রতারনার মামলায় আত্মগোপনে থাকা এক বছরের সাজাপ্রাপ্ত আসামী বেগম ফৌজিয়া খাতুন নামক এক নারীকে গ্রেফতার করেছে। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী দৈনিক কুমিল্লার কাগজকে বিষয়টি নিশ্চিত  করেছেন।
পুলিশ জানায়, গত শনিবার রাতে রাজধানীর শান্তিনগর এলাকার কর্ণফুলি গার্ডেন এলাকায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার এসআই ফেরদৌস সঙ্গীয়ফোর্সসহ অভিযান চালিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ডের মধ্যম আশ্রাফপুর এলাকার মো. এনায়েত উল্লাহ এর স্ত্রী বেগম ফৌজিয়া খাতুনকে গ্রেফতার করেছে। তাকে সিআর সাজা-৭৮৭/১৯ এর মামলায় আদালত ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১৫ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে। চেক প্রতারনার মামলায় রায়ের পর থেকে সে আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে। আজ রবিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।